Holi: দোলে বাড়ি বাড়ি ঘুরে মট-ফুটকড়াই বিলিতে ভাটা! রঙের উৎসবেও ডায়েট সচেতন হয়ে পড়ছে বাঙালি?

Continues below advertisement

দোল (Holi) খেলা আছে। আছে হইচই। রং নিয়ে মাতামাতি। কিন্তু নেই সেই বাড়ি বাড়ি ঘুরে মট-ফুটকড়াই (Mot-Futkorai) বিলি। প্রতি বছর দোল উৎসবের আগে ব্যস্ত হয়ে পড়েন হাওড়ার (Howrah) উনসানি শিউলিপাড়ায় মট এবং ফুটকড়াই তৈরীর কারিগররা। তবে সেই রমরমা ব্যবসা নাকি আর নেই। মট কেনা কমালেও ফুটকড়াইয়ের চাহিদা বেশ ভালো বলেই বলছেন তাঁরা। দোলের পরেও ফুটকড়াই কেনেন অনেকে। তবে কি ডায়েট সচেতন হয়ে পড়ছে বাঙালি ? তাই উৎসবের অঙ্গ মট কেনা কমিয়ে দিচ্ছেন ?   

 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram