Senco Gold Dacoity: ফের ডাকাতদের নিশানায় সেনকো গোল্ড, ভরদুপুরে রানিগঞ্জের শোরুমে লুঠপাট, গুলি, গ্রেফতার ১ | ABP Ananda

Continues below advertisement

ফের ডাকাতদের টার্গেট হল সেনকো গোল্ড। ভরদুপুরে রানাঘাটের মতো একই কায়দায় রানিগঞ্জের শোরুমে লুঠপাট করে গুলি চালাতে চালাতে পালাল দুষ্কৃতীরা। পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলির লড়াইয়ের ছবি ধরা পড়ল সোনার দোকানের বাইরের সিসি ক্যামেরায়। অন্যদিকে, ডাকাতির ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করল দুষ্কৃতীরা। দুই জায়গাতেই একই গ্যাংয়ের যোগ বলে জানিয়েছে পুলিশ।

রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। উদ্ধার হয়েছে আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতে মিলেছে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ। ঝাড়খণ্ড ও বিহারে পুলিশের খাতায় নাম রয়েছে ধৃতের। গতকাল ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় সশস্ত্র ডাকাতদল। পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। এরপরও পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতির ঘণ্টাদুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram