Chandrayaan 3 : চন্দ্রাভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকায় বীরভূমের বিজয় দাই, ছেলের সাফল্যে গর্বিত মা-বাবা
Continues below advertisement
ইসরোর সাফল্যে জেলার জয়জয়কার। বীরভূমের মল্লারপুর। ইসরোর সিনিয়র বিজ্ঞানী বিজয় দাইয়ের বাড়ি মল্লারপুরেই। ভারতের চাঁদ ছোঁয়ার মূহূর্তে গতকাল গোটা দেশের সঙ্গে টিভির পর্দায় চোখ ছিল বিজয় দাইয়ের বাবা-মায়ের। ছেলের সাফল্যে বাধ মানেনি চোখের জল। যাঁদের নিরলস চেষ্টায় সাফল্য পেল চন্দ্রযান, আগামী ১৪ দিন যেন সেই সাফল্য নিরবিচ্ছিন্ন থাকে, সেই কামনাই এখন সবার।
Continues below advertisement