Bangladesh MP Murder: বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বাংলাদেশের সাংসদ খুনের মাস্টারমাইন্ড তাঁরই বাল্যবন্ধু!''বাংলাদেশে বসেই কষা হয়েছিল খুনের ছক!' কলকাতায় এসে জানালেন বাংলাদেশের গোয়েন্দাপ্রধান । এখনও উদ্ধার হয়নি বাংলাদেশের সাংসদের দেহ
ভাঙড়ের সাতুলিয়া ব্রিজের কাছে চলছে তল্লাশি । আর কোথায় ফেলা হয়েছে দেহাংশ? উত্তরের খোঁজে গোয়েন্দারা । ভবানীভবনে সিআইডি অফিসারদের সঙ্গে বৈঠক ঢাকার গোয়েন্দাপ্রধানের । বাংলাদেশের সাংসদ খুনের পর দেহ লোপাটে ২ জনকে দায়িত্ব । বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে । কষাই গ্রেফতার হলেও এখনও পলাতক আরেক অভিযুক্ত ফয়জল। খুনের পর ফয়জলকে মাথা ও হাড় লোপাটের দায়িত্ব: সূত্র
বাকি দেহাংশ লোপাটের দায়িত্বে ছিল কষাই জিহাদ: সূত্র । 'খুনের পর যাতে শনাক্ত না করা যায়, সেজন্য মাথা থেকে ছাড়িয়ে নেওয়া হয় চামড়া' । 'বাংলাদেশের সাংসদকে খুনের পর দেহ টুকরো টুকরো করে ফেলা হয় একাধিক জায়গায়' 
জেরায় স্বীকারোক্তি ধৃত কষাই জিহাদের, সিআইডি সূত্রে দাবি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram