Shameek-Sujan on Soham: 'অভিষেককে নিয়ে কুকথা', রেস্তোরাঁ মালিককে চড় সোহমের! কী প্রতিক্রিয়া শমীক-সুজনের?
Continues below advertisement
নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)। সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন। সোহম অবশ্য ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করার কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে সহমত নন রেস্তোরাঁর মালিক।
Continues below advertisement
Tags :
Bangla News Sujan Chakraborty ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Politics Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel Shameek Bhattacharyya