Junput Land Contro: জুনপুটে সেনার জমিও দখল করেছে তৃণমূল, অভিযোগ শঙ্কুদেবের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: জুনপুটে সেনার জমিও দখল করেছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেবের। 'কাঁথির জুনপুটে সেনার জমি দখল করা হয়েছে'।'জমি দখল নিয়ে অবস্থান স্পষ্ট করুক তৃণমূল'। 'ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য সহযোগিতা করছে না রাজ্য'। 'রাজ্যের সব প্রশ্নের উত্তর দিয়েছে ডিআরডিও, তাও কাজ হচ্ছে না'। 'ডিআরডিও-র কাছে তোলা চাওয়া হয়েছে'। 'এসডিও চিঠি লিখে ডিআরডিও-কে বলেছে ১১ লক্ষ টাকা চাই'। 'দেশের সুরক্ষার কাজ আটকে, কেন ৩৫৫, ৩৫৬ জারি হবে না?'। 'কাঁথি পঞ্চায়েতের বিরোধী দলনেতার হুমকিতে জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাচ্ছে না'। 'কোনও শত্রু দেশ এর সঙ্গে জড়িত আছে কি না দেখতে এনআইএ-কে চিঠি লেখা হবে', সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। 'মানুষের স্বার্থেই গণ আন্দোলন গড়ে তোলা হয়েছে'।'কোনও জমি দখল করা হয়নি'।মিথ্যে বলছেন শঙ্কুদেব পণ্ডা, পাল্টা দাবি কাঁথি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার।এখনও এবিষয়ে কোনও জানা নেই, দাবি ডিআরডিও সূত্রে।কিছু জানা গেলে, জানানো হবে: ডিআরওডিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram