Shankudeb Panda: 'প্রতারণার টাকা সাইফন হয়েছে, দফায় দফায় টাকা নিয়েছেন নুসরত' আক্রমণে শঙ্কুদেব পণ্ডা

Continues below advertisement

Shankudeb Panda: 'প্রতারণার টাকা সাইফন হয়েছে, দফায় দফায় টাকা নিয়েছেন নুসরত'।  'সেই টাকাতেই ফ্ল্যাট কিনেছেন নুসরত জাহান'। 'ফ্ল্যাটের দলিলে কবে, কত টাকা নিয়েছেন, তা জানিয়েছেন নুসরত'। চেক নম্বর দিয়ে নুসরত জাহানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিজেপির । '৫ লক্ষ, ১১ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২০ লক্ষ, ৩৭ লক্ষ টাকা নিয়েছেন'। '১ কোটি ৯৮ লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে, বলছেন ১ কোটি ১৬ লক্ষ টাকার ঋণ কীভাবে?'. । বকলমে সংস্থা নিয়ন্ত্রণ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ, দাবি শঙ্কুদেব পন্ডার। সাংবাদিক বৈঠকে কেন একটাও নথি দেখাতে পারেন নি? প্রশ্ন শঙ্কুদেব পণ্ডার ।প্রবীণদের টাকা লুঠ হয়েছে, নুসরত জাহানের গ্রেফতারির দাবি বিজেপির । 'এটাই প্রতারণার ছক, টাকা তুলব, সংস্থা থেকে ইস্তফা দেব, এভাবেই প্রতারণা'। চেক, আরটিজিএস নম্বর দিয়ে টাকা তোলার বিস্ফোরক অভিযোগ বিজেপির । নুসরতের বিরুদ্ধে কোটি কোটি প্রতারণার বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেব পণ্ডার । সাইফন করে প্রতারণার টাকা নুসরতের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। 'অভিযোগ মিথ্যে হলে, কেন আদালতে যাচ্ছেন না বসিরহাটের তৃণমূল সাংসদ?''নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে, আড়াল করছে পুলিশ'। 'এখন বলছেন ঋণ নিয়েছে, নিজের সংস্থা থেকেই ঋণ নিয়েছেন!''মামলা না করার জন্য অভিযোগকারীদের উপরেই চাপ তৈরি করা হচ্ছে'। 'কেন নথি দেখাতে পারলেন না? কে ঋণ মঞ্জুর করল? কোথায় সিদ্ধান্ত হয়েছে?''নুসরত প্রভাবশালী বলেই অভিযোগকারীরা টাকা ফেরত পাচ্ছেন না'। 'নিউটাউনে বাড়ি করার কথা বলা হয়েছিল, পিএফ থেকে টাকা তুলে দিয়েছেন প্রবীণরা'। তৃণমূল কংগ্রেসের ভোটাররাও প্রতারিত হয়েছেন, দাবি শঙ্কুদেব পণ্ডা। 'নুসরত ডিরেক্টর থাকার সময় টাকা তুলেছেন, টাকা ফিরিয়ে দিন'। প্রতারণার জন্য দায়ী বসিরহাটের তৃণমূল সাংসদ, দাবি শঙ্কুদেব পণ্ডা। চুরির মাল যার হেফাজতে, তিনিই তো চোর, তীব্র আক্রমণে বিজেপি । ফ্ল্যাট-প্রতারণার অভিযোগ খারিজ নুসরতের, পাল্টা আক্রমণে শঙ্কুদেব পণ্ডা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram