Shantanu Thakur: BSF-এর বিরুদ্ধে তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ শান্তনু ঠাকুরের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ BSF-এর বিরুদ্ধেই এবার তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন শান্তনু ঠাকুর। সীমান্ত রক্ষী বাহিনীকে একহাত নেওয়ার পাশাপাশি অপপ্রচারের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় জাহাজপ্রতিমন্ত্রী। পাল্টা সীমান্তে চোরাচালানে মদত দেওয়ার অভিযোগ তুলে শান্তনু ঠাকুরের ইস্তফা দাবি করল তৃণমূল কংগ্রেস।

বনগাঁ সীমান্ত দিয়ে জিনিসপত্র আদানপ্রদান নিয়ে বিতর্কের সূত্রপাত। আর সেই বিতর্কের জল গড়াল এবার রাজনীতির আঙিনায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ BSF-কে নিশানা করলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পাল্টা বনগাঁর বিজেপি সাংসদকে বিঁধলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস।

বিতর্কের সূত্রপাত, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নাম লেখা লেটারহেডের ভাইরাল ছবি ঘিরে। তাতে দেখা যায়, সীমান্ত এলাকায় মাংস নিয়ে যাওয়ার জন্য, এক ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ছবি এক্স হ্যান্ডলে তুলে ধরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন---'কেন্দ্রীয় মন্ত্রীর নিজের অফিশিয়াল লেটারহেডে ৩ কেজি গোমাংস নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আসলে লেটারহেডে BSF-এর ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের হয়ে পাস দিয়েছেন তিনি।' 

এক্সহ্যান্ডলে শান্তনু ঠাকুরকে নিশানা করার পাশাপাশি গোরক্ষক সেনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও ট্যাগ করেন মহুয়া মৈত্র। এরপরেই তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে পাল্টা তৃণমূল ও BSF-কে একযোগে নিশানা করেন শান্তনু ঠাকুর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram