Shantanu Thakur: মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর। ABP Ananda Live
মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিজেপি সাংসদের দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কাউকে না জানিয়ে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরের সামনে মিছিল আনেন। তৃণমূলের বিরুদ্ধে ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। ঘটনায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।