Shantipur News: বিসর্জনের শোভাযাত্রা থেকে বাইক আরোহী মহিলার গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বাইক আরোহী মহিলার গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মহিলা, তাঁর স্বামী ও স্বামীর বন্ধুকে মারধরের অভিযোগ। গতকাল রাতে এই নিয়ে উত্তেজনা ছড়ায় নদিয়ার শান্তিপুরেরশ্যামবাজার এলাকায়। বাইকে চড়ে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন মহিলা। অভিযোগ, পাশ দিয়ে যাওয়ার সময় বিসর্জনের শোভাযাত্রা থেকে মহিলার গায়ে মদ ঢেলে দেন কয়েকজন ক্লাব সদস্য। প্রতিবাদ করায় মহিলার স্বামী ও তাঁর বন্ধুকে মারধর, বাঁচাতে গেলে মহিলাও আক্রান্ত হন বলে অভিযোগ। মহিলা অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। শান্তিপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা এখনও অধরা।

আরও খবর..

মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব। অভিযোগ, ৫০ জনের বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা চালায়। ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। কয়েকজন ক্লাব সদস্য আহত হন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।

আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram