Hooghly Incident: রাজ্য়ে ফের শ্য়ুটআউট, এবার হুগলির হিন্দমোটরে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি | ABP Ananda LIVE
Continues below advertisement
রাজ্য়ে ফের শ্য়ুটআউট। এবার হুগলির হিন্দমোটরে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি। পেট ও বুকের মাঝখানে গুলি লাগে। তবে, গুলিবিদ্ধ ব্য়বসায়ী, রাজীব সরকারের অবস্থা স্থিতিশীল। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর ৪ টে নাগাদ, হিন্দমোটর ঘোষপাড়া গঙ্গার ঘাটে ডিমের গাড়ি আনলোড করার সময়, আচমকাই গুলিবিদ্ধ হন ব্য়বসায়ী। কী কারণে গুলি? কে বা কারা গুলি চালাল, পুরোটা নিয়েই এখনও ধোঁয়াশা রয়েছে। ব্য়ক্তিগত শত্রুতা কিনা খতিয়ে দেখছে চন্দননগর কমিশনারেটের পুলিশ।
Continues below advertisement