Baby Food: রাজ্যজুড়ে দুধের বিকল্প বেবি ফুডের 'সঙ্কট', হাসপাতালে স্যালাইনের ভরসায় বহু সদ্যোজাত
Continues below advertisement
রাজ্য (West Bengal) জুড়ে দুধের (Milk) বিকল্প বেবি ফুডের (Baby Food) ঘোর 'সঙ্কট'। পাইকারি থেকে খুচরো দোকানে হঠাৎ 'উধাও' বিকল্প বেবি ফুড। বিকল্প বেবি ফুডের আকাল, হাসপাতালে (Hospital) স্যালাইনের ভরসায় বহু সদ্যোজাত। হাসপাতালে সদ্যোজাতদের নিয়ে বাবা-মায়ের ভিড়। ৪-৫টি সংস্থার মাধ্যমে বিদেশ থেকে আসে এই বিশেষ বেবি ফুড। আমদানির জন্য লাগে কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমোদন। আমদানি সংক্রান্ত জটিলতা, ইংল্যান্ড (England)-সুইৎজারল্যান্ডে (Switzarland) আটকে কনসাইনমেন্ট। রাজ্য জুড়ে অ্যামাইনো অ্যাসিডযুক্ত মিল্ক পাউডারের (Milk Powder) আকাল।
Continues below advertisement