Suvendu Adhikari: এবার পঞ্চায়েত ভোটে সার্টিফিকেট-দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। ABP Ananda Live
Continues below advertisement
এবার পঞ্চায়েত ভোটে সার্টিফিকেট-দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। ১৫ অগাস্টের পর তথ্য ফাঁসের হুঁশিয়ারি বিরোধী দলনেতার ।'পঞ্চায়েতে সংরক্ষিত আসনে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছে'।'তৃণমূলের ১০০-র বেশি লোক ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন'।'ভোটের সময় যত সার্টিফিকেট দেওয়া হয়েছে অধিকাংশই ভুয়ো'।'১৫ অগাস্টের পর তথ্যপ্রমাণ ফাঁস করব'।'সংশ্লিষ্ট বিডিও, এসডিও-দের পরিণতি উলুবেড়িয়ার মতো হবে'। ব্যাপক দুর্নীতি হয়েছে, গুচ্ছ গুচ্ছ দুর্নীতি হয়েছে, অভিযোগ শুভেন্দুর।
Continues below advertisement