Siliguri: চিতাবাঘের মাংস খেয়ে চামড়া, নখ বিক্রি করার চেষ্টা, চিতাবাঘের চামড়া ও নখ সহ গ্রেফতার ৩ । Bangla News

Continues below advertisement

চিতাবাঘের মাংস খেয়ে চামড়া, নখ বিক্রি করার চেষ্টার অভিযোগ।শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় চিতাবাঘের চামড়া ও নখ সহ গ্রেফতার তিনজন। এসএসবি-র গোয়েন্দা বিভাগ ও ঘোষপুকুর বনদফতরের যৌথ অভিযানে গ্রেফতার। ধৃতদের কাছ থেকে উদ্ধার চিতাবাঘের চামড়া, নখ। ধৃতদের জেরা করে গ্রেফতার আরও ১। চামড়া-নখ নিয়ে নেপালে বিক্রি করার পরিকল্পনা ছিল, পুলিশ সূত্রে খবর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram