Siliguri News: শিলিগুড়ির কাছে মাঝাবাড়িতে স্টিল কারখানায় বিধ্বংসী আগুন। ABP Ananda Live
ABP Ananda Live: শিলিগুড়ির কাছে মাঝাবাড়িতে স্টিল কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। কী কারণে আগুন খতিয়ে দেখছে দমকল। ফের সালিশি সভার নামে শাসকের 'দাদাগিরি'। চোপড়ার (Chopra) পর এবার বর্ধমানের জামালপুর (Jamalpur)। তৃণমূলের পার্টি অফিসে ডাকা সালিশি সভায় না যাওয়ায় মারধরের অভিযোগ। বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। সালিশি সভা নয়, পারিবারিক বিবাদ, দাবি অভিযুক্ত শাসক নেতা আজাদ রহমানের। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি আক্রান্তরা, দাবি পুলিশ সূত্রের। সরাসরি ডিএম, এসপি-র কাছে লিখিত অভিযোগ পরিবারের। আজই বিধায়ক পদে শপথ নিচ্ছেন সায়ন্তিকা (Sayantika Banerjee), রেয়াত হোসেন সরকার। দুপুর ২ নাগাদ ২ জয়ী প্রার্থীর শপথগ্রহণ। বিধানসভায় বিএ কমিটির বৈঠকে সায়ন্তিকাদের শপথের সিদ্ধান্ত। বিধানসভায় আজ বসছে বিশেষ অধিবেশন। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জেতার পরেও শপথ ঘিরে দেখা দিয়েছিল জটিলতা।