Siliguri News: শিলিগুড়িতে নাবালিকাকে ধর্ষণ-খুনে দোষীকে মৃত্যুদন্ড দিল আদালত | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। জাস্টিসের দাবিতে পথে নেমেচেন রাজ্যের অধিকাংশ মানুষ। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত বা অভিযুক্তদের ফাঁসির দাবিও উঠেছে। এই আবহে এবার এক স্কুলপড়ুয়া নাবালিকাকে ধর্ষণ করে পাথর দিয়ে মুখ থেতলে খুনের ঘটনার সাজা ঘোষণা হল। ওই ঘটনায় আজ শিলিগুড়ি POCSO কোর্ট দোষী মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ড দিল। বিরলতম ঘটনার জেরেই সর্বোচ্চ সাজা ঘোষণা।

আরও খবর..

উদয়ন, লাভলী, কাঞ্চন, পরেশরাম, অতীশের পরে এবার চন্দ্রনাথ! আর জি কর কাণ্ডের প্রতিবাদীদের এবার হুঁশিয়ারি কারামন্ত্রীর! বিচার চেয়ে রাত দখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি কারামন্ত্রীর।

হরিপালের ঘটনা নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা অমিত মালব্যর। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের প্রধান।
'হুগলির হরিপালে কিশোরীকে ধর্ষণ করে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয়। নির্যাতিতা যে হাসপাতালে ভর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই হাসপাতাল ঘিরে রেখেছে। তৃণমূলের নেতার ঘুরছে, সংবাদমাধ্যমকেও কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সবথেকে অসুরক্ষিত'
'মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। এখনও তিনি ধর্ষণ ও পকসো মামলায় দোষীদের শাস্তি দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে উঠতে পারেননি', সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণে বিজেপির আইটি সেলের প্রধান। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram