Siliguri News: শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার, মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Continues below advertisement

শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার, সিপিএমের বিক্ষোভ। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ বামেদের। মহানন্দার জলে দূষণ, না খাওয়ার পরামর্শ শিলিগুড়ি পুরসভার। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন। বেশি টাকা দিয়েও পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। মহানন্দার জল দূষিত হয়ে যাওয়ায় পান না করার নির্দেশ দেয় পুর কর্তৃপক্ষ। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার নির্দেশ। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ স্থানীয়দের। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                                     

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram