Siliguri: হুবহু 'থ্রি ইডিয়টস' ছবির দৃশ্য! হোয়াইট বোর্ডে অঙ্কের আঁকিবুকি আর একট্টা ছোট্ট স্মাইলি, 'মা আই কুইট' লিখে আত্মঘাতী শিলিগুড়ির মেধাবী ছাত্র | Bangla News

Continues below advertisement

হোয়াইট বোর্ডে অঙ্কের আঁকিবুকি। পাশে একট্টা ছোট্ট স্মাইলি। লেখা 'মা আই কুইট'। শিলিগুড়ির (Siliguri) মেধাবী ছাত্র সোমনাথ সাহার আত্মহত্যায় শোকস্তব্ধ ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকা। ঘটনাপ্রবাহ যেন মনে করিয়ে দেয় প্রখ্যাত হিন্দি সিনেমা 'ত্রি ইডিয়েটস'-এর সেই হৃদয় বিদারক দৃশ্য। যেখানে অত্যন্ত প্রতিভাবান এক ছাত্র পড়াশোনার চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর বোর্ডে লিখে গিয়েছিল 'আই কুইট'। শিলিগুড়ির পড়ুয়াও অবশ্য ঠিক কোন কারণে আত্মহননের পথ বেছে নিয়েছে, তা নিয়ে রয়েছে প্রবল ধোঁয়াশা। দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরের পড়াশোনা করছিল সে। বিকেলে সোমনাথের ঠাকুমা ঘরে ঢুকে দেখেন ফ্যান থেকে ঝুলছে সোমনাথ।

পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিল সে। এবারে উচ্চ মাধ্যমিকে বসতে চলা সোমনাথ মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল। একাদশ শ্রেণিতে সে পেয়েছিল প্রায় ৮৫ শতাংশ নম্বর। পড়াশোনার জন্য ছেলেকে কোনওদিন তারা চাপ দেননি বলেই জানিয়েছেন সোমনাথের বাবা পেশায় ওষুধের দোকানের কর্মচারী সুবীর সাহা। পড়াশোনার ব্যাপারে ছেলে নিজে থেকেই সিরিয়াস ছিল বলে জানান তিনি। পড়া-খেলা নিয়ে নিজের মতো থাকা সোমনাথের আত্মহত্যা প্রসঙ্গে মনোবিদ চিকিৎসক নির্মল বেরা জানিয়েছেন, সম্ভবত কোনও অবসাদ বা হতাশা থেকেই আত্মহনন। পাশাপাশি তিনি জানান, এই মুহূর্তে সারা বিশ্বে যত আত্মহত্যা হচ্ছে, তার পাঁচ ভাগের একভাগই ভারতে। মলয় চক্রবর্তী ও সনৎ ঝা-র রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram