AITPF News: কলকাতায় উদযাপিত হল, অল ইন্ডিয়া ট্যাক্স প্র্যাকটিশনার্স ফেডারেশন বা AITPF-এর সুবর্ণ জয়ন্তী
ABP Ananda LIVE: কলকাতায় উদ্ যাপিত হল, অল ইন্ডিয়া ট্যাক্স প্র্যাকটিশনার্স ফেডারেশন বা AITPF-এর সুবর্ণ জয়ন্তী। দুই দিনের জাতীয় সম্মেলনে আলোচনা হল, ডিজিটাল যুগে করের ভবিষ্যৎ নিয়ে। সম্মেলনে যোগ দেন সারা দেশের বিভিন্ন প্রান্তের ৪০০ জনেরও বেশি প্রতিনিধি। উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া।
আরও খবর...
নন্দীগ্রামে শহিদ দিবসে 'আমরা-ওরা'! ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পদযাত্রা শুভেন্দু অধিকারীর। পদযাত্রার পর শহিদ বেদিতে মাল্যদান বিরোধী দলনেতার। শহিদ বেদির পাশেই তৃণমূল-বিজেপি উভয় পক্ষের মঞ্চ। তৃণমূল-বিজেপির আলাদা আলাদা কর্মসূচি ঘিরে চাপানউতোর
আজ রাত কিংবা কাল সকালের মধ্যেই জামিনে মুক্ত পার্থ? নিম্ন আদালতে ৮জনের বয়ান রেকর্ড শেষ, আজই পার্থর বেলবন্ড। আজই বেল বন্ড পাওয়ার কথা পার্থর, তারপরেই জেলে রিলিজ অর্ডার।এই মুহূর্তে আর এন টেগোর হাসপাতালে ভর্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল থেকে জামিন সংক্রান্ত নথি এলেই কালকের মধ্যে মুক্তির সম্ভাবনা। আর কিছুক্ষণের মধ্যেই বেল বন্ড পাওয়ার কথা পার্থ চট্টোপাধ্যায়ের। স্কুলে নিয়োগ মামলায় গ্রেফতারির ৩ বছর পরে জামিনে মুক্তির সম্ভাবনা। ২৩ জুলাই, ২০২২: নাকতলার বাড়ি থেকে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়