Singur News: সিঙ্গুরে চাষের অযোগ্য জমিকে চাষের উপযোগী করতে সাত দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে

Continues below advertisement

ABP Ananda LIVE: সিঙ্গুরে চাষের অযোগ্য জমিকে চাষের উপযোগী করতে সাত দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটি। শুক্রবার দাবিপত্র নিয়ে নবান্নে যান কমিটির সদস্যরা। কিন্তু সেখানে মমতার হাতে দাবিপত্র তুলে দিতে না পেরে, ইমেল করেন তাঁরা। (Singur Land Controversy)

২০১৬ সালের অগাস্ট মাসে সিঙ্গুরের জমি অধিগ্ৰহণকে বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রায় ১ হাজার একর জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই রায়ের পরে আট বছর পেরিয়ে গিয়েছে। এখনও সিঙ্গুরের বেশিরভাগ জমি চায়ের অযোগ্য বলে দাবি তৎকালীন জমি আন্দোলনকারী কৃষকদের একাংশের। (Mamata Banerjee)

এই কৃষকদের মধ্যে ২১ জনকে নিয়ে গঠিত হয়েছে সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটি। সিঙ্গুরের জমি ফের চাষ যোগ্য করে তুলতে রাজ্য সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরেছেন তাঁরা। সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বায়ক দুধকুমার ধাড়া বলেন, "জমি ব্যবহার হয় তিনটি কাজে, হয় চাষ, না হয় বাস, নইলে শিল্প। সিঙ্গুরের জমিতে চাষও হচ্ছে না, বাসও হচ্ছে 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram