Sisir Adhikary: পুলিশকে আক্রমণ করার পাশাপাশি শুভেন্দুর প্রশংসায় শিশির অধিকারী | ABP Ananda LIVE
1.'কাঁথিতে বাস করতে হলে নাকি পুলিশকে স্যালুট করে চলতে হয় । কেউ অন্য দল করলে তাঁর বাড়িতে গিয়ে হাজির হচ্ছে, ডেকে আনছে পুলিশ । কাঁথি জন্ম দিয়েছে শুভেন্দুর । যে শুভেন্দু আজ বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন । শুভেন্দু তাঁর সর্বস্ব দিয়ে লড়াই করে গণতান্ত্রিক জগতকে আলোকিত করে রেখেছেন' , মন্তব্য তৃণমূল সাংসদ শিশির অধিকারীর । পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রচুর টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ করার পাশাপাশি একইসঙ্গে ছেলে শুভেন্দু অধিকারীর প্রশংসায় শিশির অধিকারী ।
2.বাগনানে (Bagnan) ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari) খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। এই নিয়ে গ্রেফতার (Arrest) সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।