Mamata Baneejee: এখন থেকে একাদশ শ্রেণিতে উঠলেই স্মার্ট কার্ড: মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal news: 'সিপিএম (CPM) আর বিজেপি (BJP) নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের চাকরি আটকাবেন না। একটু মায়া লাগে না। আপনাদের জন্য নিতে পারছিনা। কটা প্রজাপতি ফুরফুরের জন্য। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। বিভিন্ন দফতরে ৫ লক্ষ লোক নেওয়া হবে। শিক্ষক নেওয়া হবে। যেই আমরা রেডি করছি কেস ঠুকে দিচ্ছে। যেন জমিদারি পেয়ে গেছে। সাহস থাকলে ভোটে লড়ুন। দুর্নীতি করার চেষ্টা করবেন না। যারা মানুষের চাকরি আটকায় সেটাও দুর্নীতি। রেলে কত দুর্নীতি করেছেন। ডিফেন্সে কী করেছে, আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্চে। অন্যরা মুখে বলে, আমরা কাজে করি। 'আরামবাগের সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live
Continues below advertisement