Sodepur News : টাকা দ্বিগুন করার টোপ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা ! সোধপুরের ঘোলায় তুলকালাম

Continues below advertisement

ABP Ananda Live : টাকা দ্বিগুন করার টোপ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, সোধপুরের ঘোলায় তুলকালাম। অভিযুক্তর বাড়ি ভাঙচুর করলেন স্থানীয় বাসিন্দারা। মূল অভিযুক্ত আরতি রায় পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের বাড়ির সামনে দাঁড়িয়ে জানলার কাঁচ ভাঙছেন বাসিন্দারা। 

বন্ধ হতে চলেছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিন স্টেশনের টিকিট কাউন্টার। আগামী মাস থেকেই চালু হচ্ছে এই নয়া নিয়ম। মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন 'বুকিং কাউন্টার বিহীন' স্টেশনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে পাইলট প্রকল্প হিসেবে আগামী ১ অগাস্ট থেকে শহরের তিনটি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার। এই তিন স্টেশনের মধ্যে রয়েছে পার্পল লাইনের তারাতলা ও  সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন। মেট্রোর তরফে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, কবি সুকান্ত মেট্রো স্টেশন গড়ে যাত্রী সংখ্যা ২২০ জন, সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। এই স্টেশনগুলিতে ওই দিন থেকে (১ অগাস্ট) টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনও বুকিং কর্মীও  উপস্থিত থাকবেন না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram