Soham Chakraborty: রেস্তোরাঁর মালিককে পিটিয়ে প্রবল সমালোচনার মুখে সোহম চক্রবর্তী। ABP Ananda Live

ABP Ananda Live: রেস্তোরাঁর মালিককে পিটিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক সোহম (Soham Chakraborty)। পাশাপাশি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগকারী রেস্তোরাঁ মালিকের দাবি, শুক্রবার রাতে কোনও অভিযোগ নেই বলে সাদা কাগজে লিখিয়ে নিয়েছিল পুলিশ। যদিও পুলিশ সূত্রে পাল্টা দাবি, তিনিই তখন অভিযোগ নেই বলে জানিয়েছিলেন। 

তৃণমূল বিধায়ক সোহমের দাদাগিরির এই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। শুক্রবার নিউটাউনের একটি রেস্তোরাঁয় শ্যুটিং করতে যান তৃণমূল বিধায়ক সোহম। এরপর পার্কিং নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তারক্ষীরা রেস্তোরাঁর মালিক ও কর্মীদের ওপর চড়াও হন। শ্য়ুটিংয়ে তৃণমূল বিধায়ক সোহমের দাদাগিরি। শ্য়ুটিংয়ে ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সোহমের দাদাগিরির ঘটনায় হতচকিত তিনিও! এই ঘটনার পর শুক্রবার রাতেই রেস্তোরাঁ মালিককে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু তাঁর দাবি, কোনও অভিযোগ নেই বলে সাদা কাগজে লিখিয়ে নিয়েছিল পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola