Soham Chakraborty: আগাম জামিন চাইতে গিয়ে বিতর্কের মুখে সোহম | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: নিউটাউন রেস্তোরাঁকাণ্ডে হাইকোর্টে শুনানির আগেই আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলেন সোহম চক্রবর্তী। তৃণমূল বিধায়কের আবেদন মনজুর করে বারাসাত আদালত। তবে, আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কের মুখে পড়তে হল সোহমকে। সরকারি আইনজীবীর ঘরে দীর্ঘক্ষণ কী করছিলেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক? প্রশ্ন তুলেছে বার অ্যাসোসিয়েশনের সভাপতির। পূর্ব পরিচিত বলে পাল্টা সাফাই সরকারি আইনজীবীর

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, "বার্ড ফ্লু নিয়ে বিভ্রান্তির কোনও জায়গা নেই। বাচ্চাটির ক্ষেত্রেও দুটো স্যাম্পেলে চার ধরনের ভাইরাস বেরিয়েছে। লো প্য়াথজেনিক মানে খুব একটা কিছু হবে না। এমনও হয় যে, ভাইরাস ভেতরে আছে কিন্তু কোনও ক্লিনিক্যাল উপসর্গ নেই। এর সোর্স আমাদের রাজ্যে নেই। আমাদের রাজ্যে বার্ড ফ্লু-র কোনও নমুনা পাওয়া যায়নি। ডিম বা মুরগি, হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে বলে মনে করছি না।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram