Bidyadhari River Soil: দিনে-দুপুরে চুরি হচ্ছে বিদ্যাধরী নদীর মাটি ! জানেই না প্রশাসন !
Continues below advertisement
দিনে-দুপুরে চুরি হচ্ছে বিদ্যাধরী নদীর মাটি। নদী বাঁধের ধারে রাতারাতি তৈরি হয়েছে পলিমাটির খাদান। মাটি কাটার যন্ত্র এনে সেখান থেকে ট্রাকে করে মাটি পাচার হচ্ছে স্থানীয় ইটভাটায়। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল পরিচালিত কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এভাবেই মাটি চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এই মাটি বিক্রির টাকায় বোমা-বন্দুক কিনে মজুত করছে তৃণমূল।
Continues below advertisement