Sona Pappu: ৮ মাস পর ফের গ্রেফতার কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু। Bangla News

Continues below advertisement

৮ মাস পর ফের গ্রেফতার কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু। আরও ৭ জনকে পাকড়াও করেছে পুলিশ। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, অশান্তি-সহ একাধিক অভিযোগ রয়েছে। গতকাল বালিগঞ্জ এলাকা থেকে সোনা পাপ্পুকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। কসবা থেকে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুর সহযোগী আরও ৭ জনকে। পুলিশ সূত্রে খবর, কিছুদিন ধরেই এলাকায় হামলা ও অশান্তির ঘটনা ঘটছে। ওই সব ঘটনার সঙ্গে সোনা পাপ্পু-সহ ধৃত ৮ জনের সরাসরি যোগ রয়েছে বলে পুলিশের দাবি। 

পুলিশ সূত্রে খবর, এর আগে গতবছরের ৯ সেপ্টেম্বর কসবার আরেক দুষ্কৃতী মুন্না পাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর, তাকে খুনের ছক কষে সোনা পাপ্পু। প্রেসিডেন্সি জেলের বাইরেই ২৬ জনের গ্যাং নিয়ে প্রতিপক্ষকে খুনের ছক কষে ওই দুষ্কৃতী। যদিও সেই হামলার ছক বানচাল হয়। ওই ঘটনায় ২০২১-এর ২৩ সেপ্টেম্বর, কৈখালির এক আবাসন থেকে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু গ্রেফতার হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram