Sonia Gandhi: কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসাবে পুনর্নির্বাচিত সনিয়া | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুনরায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সনিয়া গান্ধী। এদিন কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে ওই পদের জন্য সনিয়ার নাম প্রস্তাব করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাতেই সিলমোহর দেয় দল। এনিয়ে বৈঠক শেষে খাড়গে বলেন, "উনি কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসাবে পুনর্নির্বাচিত হওয়াই ভাল হয়েছে। উনি আমাদের গাইড করবেন।"
এদিন দিল্লির সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক হয়। বৈঠকে যোগ দেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। এছাড়াও বৈঠকে ছিলেন কার্তি চিদম্বরম, রাজীব শুক্লা, রণদীপ সূরজেওয়ালা, অজয় মাকেন, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও শশী তরুর-সহ অন্যরা।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, 'CPP সর্বসম্মতভাবে সনিয়া গান্ধীকে CPP-র চেয়ারপার্সন নির্বাচিত করেছে। এবার CPP-র চেয়ারপার্সনকে লোকসভার দলনেতা নির্বাচন করতে হবে।' এদিকে নরেন্দ্র মোদির পুনরায় প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এখনও পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কোনও তথ্য পাইনি। আমরা কোনও আমন্ত্রণও পাইনি। বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান বিরোধী দল এবং I.N.D.I.A ব্লকের নেতৃত্ব হওয়ায়, আমাদের জানানো হয়নি। জানি না, সরকারের কী মেজাজ।'