Sougata Roy: আড়িয়াদহকাণ্ডে জয়ন্তর থেকে দূরত্ব তৈরি করতে নতুন বিতর্কের জন্ম দিলেন সৌগত
ABP Ananda LIVE: আড়িয়াদহকাণ্ডে জয়ন্ত সিংয়ের থেকে দূরত্ব তৈরি করতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন সৌগত রায়। বললেন, এখন থেকে কোনও সমাজবিরোধী, গুন্ডা, অসাধু প্রোমোটারের সঙ্গে তৃণমূলের কারও কোনও যোগাযোগ থাকবে না। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে, তাহলে কি সমাজবিরোধী-তৃণমূলের যোগ ছিল, তা মানলেন সৌগত রায়? আর তাছাড়া, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তো বারবার বার্তা দিয়েছেন, ঠিকাদার, প্রোমোটারি করলে তৃণমূল করার দরকার নেই!
বিধানসভা, পঞ্চায়েত, লোকসভার পর উপনির্বাচনেও রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এত হাঁকডাকের পরও কেন আশানুরূপ ফল হল না, কাটাছেঁড়া শুরু হয়েছে দলের অন্দরেই। সেই আবহেই এবার দলীয় বৈঠকে বার্তা দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "CBI-কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব, সেটা আর হবে না।" (Sukanta Majumdar)
লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার মুখে বার বার কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীর কথা শোনা যেত। প্রায় নিত্য়দিনই CBI-ED নিয়ে হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বিঘ্নে ভোট করানোর আশ্বাস, পাশাপাশি তৃণমূলকে শায়েস্তা করার হুঙ্কার শোনা যেত। এর পরও লোকসভা নির্বাচনে শোচনীয় হার হয় দলের। সম্প্রতি উপনির্বাচনেও দখলে থাকা তিনটি বিধানসভা আসন হাতছাড়া হয়ে গিয়েছে। তাই কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হুঙ্কার ছাড়া উচিত ছিল কি না, তা নিয়ে বিজেপি-র অন্দরেই প্রশ্ন উঠছে। (West Bengal BJP)