Soumitra Khan: 'ব্যর্থ ব্যক্তিকে মানুষ পছন্দ করে না', সৌমিত্রর নিশানায় কে? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোটে ভরাডুবির পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার আগে বিস্ফোরক সৌমিত্র খাঁ। সংগঠনে রদবদলের সওয়াল অর্জুনেরও

নির্বাচনে ভরাডুবি নিয়ে রাজ্য বিজেপি-র অন্দরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। সেই আবহে দলীয় বৈঠকে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী ভরাডুবি বিশ্লেষণ করতে গিয়ে জানান, তিনি বিরোধী দলনেতা হলেও, দলের সংগঠনের দায়িত্বে নেই। সব ছেড়ে দিয়ে বিজেপি-তে এসেছেন তিনি। তৃণমূল ভোট দিতে দিচ্ছে না, সংবিধান, গণতন্ত্রের হত্যা করেছে বলেই এমন ফল বলে মন্তব্য করেন তিনি। (Suvendu Adhikari)

এদিন শুভেন্দুকে বলতে শোনা যায়, "এই ফলাফল আপনারাও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারিনি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে, সেই জায়গা আলাদা। লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি। দলের সংগঠনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বা পরেই বলুন, সংবাদমাধ্যমের সামনে এমন কথা বলি না, যাতে বুথের কর্মী, আমাদের ভোটাররা হতাশ হন। আমি এটাই চালিয়ে যাব।" (West Bengal BJP)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram