Sukanta Majumdar: CBI-কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব, সেটা আর হবে না : সুকান্ত
CBI-কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব, সেটা আর হবে না। পর পর ভোটে পরাজয়ের পর দলকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বার্তা দিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। অন্য়দিকে, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের বিরুদ্ধে ঘুষ খেয়ে ভোট করানোর অভিযোগে সরব হয়েছেন অর্জুন সিংহ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ওপার থেকে দাদা CBI-কে বলুন একে অ্যারেস্ট করে নিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, দাদা জিতে যাব, হবে না। বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ বলেন, কেন্দ্রীয় বাহিনীর যে নোডাল অফিসার এই বিনীত গোয়েলের সঙ্গে বসে, লালবাজার থেকে টাকা নিয়ে সে ভোটটা করিয়েছে।
লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতার মুখে বারবার দুটো শব্দ শোনা যেত - কেন্দ্রীয় এজেন্সি আর কেন্দ্রীয় বাহিনী। নিত্য়দিন সিবিআই-ইডি নিয়ে হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বিঘ্নে ভোট করানোর আশ্বাস, সেইসঙ্গে তৃণমূলকে শায়েস্তা করার হুঙ্কার! কিন্তু, লোকসভা ভোটে শোচনীয় হার এবং উপ নির্বাচনে দখলে থাকা ৩টি বিধানসভাও হাতছাড়া হয়ে যাওয়ার পর কি কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এভাবে হুঙ্কার ছাড়া উচিত ছিল কি না, তা নিয়ে বিজেপির অন্দরেই একে অপরকে বার্তা দেওয়া শুরু হয়েছে? ABP Ananda LIVE