Chandrayan 3: চন্দ্রযান ৩ মিশনের অন্যতম সদস্য সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, ছেলের সাফল্যে গর্বিত পরিবার

Continues below advertisement

Chandrayan 3 :সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। নিউটাউনের বাসিন্দা সৌম্যজিৎ ইসরো-র বিজ্ঞানী। চন্দ্রযান ৩-এর মিশন সফটওয়্যারের অন্যতম অপারেশন ডিরেক্টর। সল্টলেকের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের পড়ুয়া, টেকনো ইন্ডিয়ার প্রাক্তনী সৌম্যজিৎ ২০০৭-এ ইসরো-য় যোগ দেন। মঙ্গল গ্রহ অভিযানেও ইসরো-র টিমে তিনি ছিলেন। ২০২১-এর মে মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সৌম্যজিতের দিদির। প্রিয়জনের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছিলেন এই বঙ্গসন্তান। প্রতিবেশী ও পরিবারের সদস্যরাই সাহস জোগান।  এবার চন্দ্রযান ৩-এর সাফল্য তাই ছুঁয়ে গিয়েছে নিউটাউনের চট্টোপাধ্যায় পরিবারের প্রতিবেশীদেরও। বিক্রমের সফল ল্যান্ডিংয়ের পর বাড়িতে ফোন করে মা-বাবাকে প্রণাম জানিয়েছেন ইসরো-র বিজ্ঞানী সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram