Sourav Ganguly: গড়বেতায় তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ইস্পাত কারখানা! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: শালবনিতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা। সৌরভের কারখানা হবে গড়বেতায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতার দরুণ কারখানা হচ্ছে গড়বেতায়, খবর সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে। গড়বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবে, প্রতিশ্রুতি সৌরভের। 

অন্য়দিকে, ভোটের রেজাল্ট আউটের আগে বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে তরজা চরমে পৌঁছল বাংলায়। কে কত আসনে পাবে, সাত দফার ভোটপর্বের মধ্যে এতদিন তাই নিয়ে চলছিল বিজেপি ও তৃণমূলের ভবিষ্যদ্বাণী। এবার দুই শিবিরের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে EXIT পোল নিয়ে। 

পাশাপাশি, মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। তার আগে স্ট্রং রুমে ব্যালট বক্স ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। CC ক্যামেরায় ২৪ ঘণ্টা চলছে নজরদারি। অন্যদিকে, রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার তৈরি করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকবেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram