World Music Day 2022 : কলকাতায় সরোদে ঝড় তুলবেন আজ উস্তাদ আমজাদ আলি খান, উদ্যোগে সৌরেন্দ্র-সৌম্যজিৎ
সঙ্গীতশিল্পী সৌম্যজিৎ ও সুরকার সৌরেন্দ্রর উদ্যোগে, আজ কলকাতায় পালিত হতে চলেছে বিশ্ব সঙ্গীত দিবস। সায়েন্স সিটি অডিটোরিয়ামের মঞ্চে সরোদে ঝড় তুলবেন উস্তাদ আমজাদ আলি খান। মঞ্চ ভাগ করে নেবেন রাশিদ খান, হরিহরণ, শুভা মুদগল, উষা উত্থুপরা।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Ustad Amjad Ali Khan এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Sourendro Soumyojit World Music Day Concert 2022