International Yoga Day 2022 : যোগ কি শুধুই শরীরচর্চা? নাকি অন্য কিছু? স্বামী বিবেকানন্দের যোগ-দর্শনের ব্যাখ্যায় স্বামী শাস্ত্রজ্ঞানন্দ

Continues below advertisement

যোগ কীভাবে যুক্ত করে আমাদের শরীর, মন ? যোগ কি নিছকই শরীর চর্চা নাকি অন্য কিছু ? যোগ-জ্ঞানের কোন আধারকে স্বামীজি ছুঁয়েছিলেন ? আমরা, আপনি-আমি  কি পারব প্রকৃত যোগকে আয়ত্ত করতে ? ঠিক কী করতে হবে, কতটাই বা করতে হবে লক্ষ্য়ে পৌঁছতে?  প্রশ্ন অনেক। উত্তর খুঁজতে ABP Live পৌঁছে যায় রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখাকেন্দ্র সারদাপীঠে। সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দ ব্যাখ্যা করলেন, ভারতীয় শাস্ত্রে যোগ কী, কীভাবেই বা তা শুরু করতে পারেন সাধারণ মানুষ। চিত্তবৃত্তি নিয়ন্ত্রণ করে কীভাবে এক-পা এক-পা করে এগনো যায় স্বামীজী নির্দেশিত আত্মমুক্তির পথে। বললেন, মা সারদা কীভাবে সহজ কথায় ব্যাখ্যা করেছিলেন যোগকে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram