South 24 Pargana News: 'ভর্তির সময় থেকেই সঙ্কটজনক ছিল ঢোলাহাটের যুবক', জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।

Continues below advertisement

ABP Ananda Live: কড়েয়ার যে নার্সিংহোমে ওই যুবকের মৃত্যু হয় সেখান থেকে পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। নার্সিংহোমের এক আধিকারিক বলেন, 'যখন নার্সিংহোমে নিয়ে আসা হয় তখন রোগীর নাক-মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ওঁর শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। অক্সিজেন দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এরপর রক্ত পরীক্ষায় দেখা যায়, ওঁর ইউরিয়া-ক্রিয়েটিনিন অনেক বেশি রয়েছে। বাড়ির লোকেরা পুলিশি হেনস্থার কথা বলছিলেন। কিন্তু, এব্যাপারে আমরা কিছু জানি না। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ভর্তি করা হয়েছিল। রাতে ৯টা ১৫ মিনিট নাগাদ মারা যান। ২ ঘণ্টা ডায়ালিসিস করেও কিছু করা যায়নি। এনআরএসের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হবে।' মৃতের এক আত্মীয় বলেন, 'এই ঘটনার জন্য দায়ী ঢোলাহাট থানার পুলিশ। সন্দেহ করে ওঁকে মারা হয়েছিল।' অপর এর আত্মীয় বলেন, 'ওঁর খুব শ্বাসকষ্ট ও বমি হচ্ছিল। তাই এখানে নিয়ে এসেছিলাম।'  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram