South 24 Paraganas: সালিশি ডেকে মারধরের অভিযোগ, ধৃত তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারকে আদালতে পেশ | ABP Ananda LIVE

Continues below advertisement

সালিশি ডেকে উল্টো করে ঝুলিয়ে মারধর, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ। ধৃত তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারকে আদালতে পেশ করা হল। জামালের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা। মাস্ক পরেই পুলিশের জালে পড়েছে সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। সূত্র মারফত খবর পেয়ে আগেই ওঁৎ পেতেছিল পুলিশ। এমনই খবর সূত্রের। মাস্ক পরে থাকায় পুলিশের নজরে পড়ে যান জামাল, খবর সূত্রের।

পুলিশ-প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজশ ছিল জামালউদ্দিন সর্দারের। তৃণমূলের নাম ভাঙিয়ে বিভিন্ন বেআইনি কাজকর্ম চালাতেন জামাল। আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে ৩ লক্ষ টাকা সুপারি দেয় একজনকে। এমনকী, আমার ছেলে-মেয়েকে অপহরণের চেষ্টা হয়েছিল। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। সোনারপুরের জামালউদ্দিন সর্দার গ্রেফতার হওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রতাপনগরের বাসিন্দা সমীর নস্কর।তাঁর অভিযোগ, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, ২ মে বিজেপি কর্মী হারাণ অধিকারী খুন হন। খুনের ঘটনাতেও যুক্ত ছিলেন জামাল। এই সমস্ত কাজের প্রতিবাদ করাতেই তিনি জামালের রোষের মুখে পড়েন বলে দাবি করেছেন সমীর নস্কর। এর আগে জামাল দাবি করেন, এই সমীরই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram