South 24 Pargana: BJP কর্মী ছোট ভাইয়ের উপর 'হামলা' TMC সমর্থক দাদার, কাকদ্বীপে থানায় অভিযোগ পরিবারের

ছোট ভাই বিজেপি (BJP) করায় তাঁর উপর হামলার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার  কাকদ্বীপে। ছোট ছেলেকে মারধরের অভিযোগে বড় ছেলের বিরুদ্ধে হারউড কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছেন বাবা। পরিবার সূত্রে খবর, ভোটের ফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া বিজেপি (BJP) কর্মী ছোট ভাই। বাবার অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার বাড়ি ফেরেন। অভিযোগ, সেসময় দলবল নিয়ে ভাইকে বেধড়ক মারধর করেন বড়ভাই। ছোটভাই বিজেপি ও দাদা তৃণমূল (TMC) করায় এই হামলা বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী।

অফিস অফ প্রফিটে যুক্ত বজবজের বিধায়ক অশোক দেব। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। এই অভিযোগে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি। বিধায়ক পদ খারিজের দাবিতে হাইকোর্টে মামলা। হাইকোর্টে মামলা করলেন আইনজীবী শঙ্খশুভ্র মুখোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola