South 24 Pargana News: বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৮ মৎস্যজীবীর দেহ উদ্ধার, নিখোঁজ এখনও ১

Continues below advertisement

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৮ মৎস্যজীবীর দেহ উদ্ধার। ৮ মৎস্যজীবীর দেহ উদ্ধার, এখনও নিখোঁজ একজন। বুধবার নামখানা থেকে ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে উল্টে যায় ট্রলার। ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, নিখোঁজ ছিলেন ৯ জন মৎস্যজীবী। ট্রলার উদ্ধার করে আজ সকালে নামখানার লুথিয়ান দ্বীপে আনা হয়। ট্রলারের ভিতর থেকে উদ্ধার হয় ২ মৎস্যজীবীর দেহ। উদ্ধারকাজ তদারকি করছেন কাকদ্বীপের SDPO ও নামখানার BDO-সহ মৎস্যজীবী সংগঠনের কর্তারা।  

দিন কয়েক আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার নিয়ে সাগরে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকজন মৎস্যজীবী। কিন্তু সমুদ্র ছিল উত্তাল। বইছিল এলোপাথারি পাওয়া।  সামুদ্রিক ঝড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় ট্রলার। সেখান থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৯ জন মৎস্যজীবী। অন্য ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রলার থেকে ৮ জনকে উদ্ধার করেন।


 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram