TMC News: অবশেষে গ্রেফতার সোনারপুরের কীর্তিমান তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। ABP Ananda Live

ABP Ananda live: অবশেষে গ্রেফতার সোনারপুরের কীর্তিমান তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। গ্রেফতার করল সোনারপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার এসওজি। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার। সোনারপুরের 'অত্যাচারী' তৃণমূল কর্মী। উল্টো করে ঝুলিয়ে মারধর, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ। জমি দখল থেকে বেআইনিভাবে বাড়িতে বন্যপ্রাণী পালনের অভিযোগ। আর্থিক প্রতারণারও অভিযোগ সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিনের বিরুদ্ধে। জেলায় জেলায় শ্যুটআউট। মুর্শিদাবাদের বহরমপুরে পুরনো বিবাদের জেরে যুবককে গুলি, আহত ভর্তি হাসপাতালে। জমি বিবাদে পশ্চিম বর্ধমানের কাঁকসায় গুলি, এলাকায় আতঙ্ক। ভরা বাজারে প্রকাশ্য রাস্তায় শ্যুটআউটের (Shoot Out)ঘটনা। মুর্শিদাবাদে (murshidabad)ফের দুষ্কৃতীদের তাণ্ডব। গুলি চলল বহরমপুরের সাটুই বাজারে। পায়ে গুলি লেগে মুর্শিদাবাদে মেডিক্যালে ভর্তি শক্তিপুরের কাজীপাড়ার বাসিন্দা এক যুবক। গতকাল মানিকচক উত্তপ্ত ছিল, আজ সকাল থেকেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকায় দোকানপাট একেবারেই জনশূন্য। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রে পরিণত হয় মালদার মানিকচক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola