South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে ভাইপোর হাতে খুন দুই পিসি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দক্ষিণ ২৪ পরগনার (south 24 parganas) ঢোলাহাটের গুরুদাসপুরে ভাইপোর হাতে খুন দুই পিসি। খুনের ঘটনায় দুই মহিলার ভগ্নিপতিকেও গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃত সুব্রত প্রামাণিক ও মণিরথ আড়ি গুরুদাসপুরেরই বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পৈতৃক ৭ বিঘা জমি দখল করতেই এই খুন। ৬ বোন ও ৩ ভাইয়ের মধ্যে অবিবাহিত বিপাশা ও বাসন্তী প্রামাণিক পৈতৃক বাড়িতে থেকে চাষবাস করে সংসার চালাতেন। মাথা থেঁতলে, কুপিয়ে খুন করা হয় দুই বোনকে। পুলিশের দাবি, সম্পত্তি হাতাতে শ্যালক-পুত্র সুব্রতর সঙ্গে জোট বেঁধে দুই শ্যালিকাকে খুনের ছক কষেন ছোট বোনের স্বামী মণিরথ। আরও খবর, তীর্থযাত্রার পথে চলন্ত বাসে আগুন, ঝলসে মৃত ৮। আগুনে পুড়ে গুরুতর জখম অন্তত ২৪। হরিয়ানার নুহ্ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। লুধিয়ানা থেকে বারাণসী ও মথুরায় তীর্থ করতে যাচ্ছিলেন ৬০ জন তীর্থযাত্রী। মধ্যরাতে চলন্ত বাসে আচমকা আগুন লাগে। প্রাণভয়ে দিশাহারা হয়ে যান যাত্রীরা। গভীর রাতে আগুন লাগায় অনেকেই বাসের মধ্যে ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই অনেকের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ এখনও অজানা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola