Lok Sabha Vote: 'এই রাজনীতি মানুষের জন্য,মানুষের কথা বলার জন্য',বললেন সব্যসাচী চট্টোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda LIVE: '২ টো তেই রাজনীতি আছে, আইনজীবী হিসেবে যখন আমি কাজ করি তারও একটা রাজনীতি আছে, এটা বৃহত্তর রাজনীতি। মানুষের সঙ্গে মানুষের কাছে কাজ করা, এই রাজনীতি মানুষের জন্য, এই রাজনীতি মানুষের কথা বলার জন্য, অনেক বৃহত্তর জায়গা। প্রার্থী হয়েছি, আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের জন্যা কাজ করছি। আমার সঙ্গে যতজন আছেন সবাই আমার প্রার্থী। প্রথম থেকেই আমরা এই কাজ করে আসছি। এই ভাবেই আমরা কাজ করি', বললেন হাওড়া সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। আরও খবর,  ভাইরাল ভিডিও নিয়ে FIR খারিজের দাবি জানিয়ে হাইকোর্টের(calcutta high court) দ্বারস্থ হয়েছিলেন সন্দেশখালির(sandeshkhali) বিজেপি নেতা গঙ্গাধর কয়াল(gangadhar koyal)। সেই মামলায় আপাতত তাঁর স্বস্তি মিলল। গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, শুক্রবার এমন মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা পাঠানো হল প্রধান বিচারপতির কাছে। ভুয়ো ভিডিও তৈরি  করে প্রকাশ্যে আনার অভিযোগে এবং কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হািকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তাঁর বিরুদ্ধে এই আই আর-র খারিজের আবেদনও জানান বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। এর পাশাপাশি ভিডিও কাণ্ডে সিবিআই-র দাবি করেন তিনি। সেই মামলাতেই এই বিচারপতি মৌখিকভাবে নির্দেশ দেন  গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মূল মামলা প্রধান বিচারপতির কাছে বিচারাধীন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram