Sonarpur News: সোনারপুর শিকলকাণ্ডে  তোলপাড় রাজ্য, পলাতক অভিযুক্ত তৃণমূলকর্মী জামাল

Continues below advertisement

ABP Ananda LIVE: সোনারপুর (Sonarpur News) শিকলকাণ্ডে  তোলপাড় রাজ্য, পলাতক অভিযুক্ত তৃণমূলকর্মী (tc leader)জামাল। অত্যচার থেকে জমি দখল, জামালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। কারও কোনও অভিযোগ থাকলে পুলিশের কাছে আসুন। আইনত ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পলাশচন্দ্র ঢালি। 'শিকলকাণ্ডে জামালের বিরুদ্ধে ১১ তারিখ অভিযোগ দায়ের হয়েছে'। 

কুলতলির পয়তারহাটে পুলিশের ওপর হামলার পর কেটে গিয়েছে দু’-দু’টো দিন। এখনও অধরা মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার ও তার ভাই সায়রুল সর্দার। পুলিশের অনুমান, গত ১৫ বছর ধরে পয়তারহাট গ্রামে যে নকল সোনা ও জাল নোটের কারবার চলছে, তার কিংপিন গ্রামেরই দুই বাসিন্দা ছাকাত ও বোটো। তাদেরও খোঁজ মেলেনি। গ্রামে যে বেআইনি কারবার চলত, তার বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে এলেও মূল অভিযুক্তরা ধরা পড়েনি। গতকাল গ্যাংস অফ কুলতলির সদস্য আফতার সর্দার গ্রেফতার হয়। ধৃতকে জেরা করে প্রতারণা-গ্যাংয়ের পাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram