South 24 Paragana: দু’পক্ষের বোমাবাজির জেরে রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে উত্তেজনা ছড়াল

Continues below advertisement

দু’পক্ষের বোমাবাজির জেরে রাতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ক্যানিংয়ে (Canning) উত্তেজনা ছড়াল। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ (Police)। সকালে ঘটনাস্থলে মিলেছে একটি তাজা বোমা (Bombing)। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে ক্যানিং থানার (Canning Police Station) পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকার রাশ কাদের হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর বিবাদ চলছে। অভিযোগ, তার জেরে গতকাল রাতে ব্যাপক বোমাবাজি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলি-বন্দুকের পর তাজা বোমা উদ্ধার
হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram