Durga Puja 2024: প্রায় পাঁচশো বছরের পুরোনো গৌরী পাল বাড়ি-র পুজোর খ্যাতি সর্বত্র | ABP Ananda Live
ABP Ananda LIVE: এ পুজোর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। এখানে নবমীতে বোয়াল মাছ দিয়ে হয় মায়ের ভোগ দেওয়া হয়। দশমীতে পান্তা ভাতের সঙ্গে থাকে আত্রেয়ী নদীর রাইখোর মাছ। প্রায় পাঁচশো বছরের পুরোনো গৌরী পাল বাড়ি-র পুজোর খ্যাতি সর্বত্র। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম বালুরঘাটের কংগ্রেস পাড়া এলাকার গৌরী পাল বাড়ি-র দুর্গোৎসব। Durga Puja 2024
দেবী দুর্গা এখানে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ৫০০ বছরেরও বেশি সময় আগে এই এলাকার জমিদার শুরু করেন দুর্গাপুজো। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই জমিদার-এর স্ত্রী সম্ভবত ছিলেন গৌরী পাল। যা থেকে জনশ্রুতিক্রমে এই শারদোৎসব পরিচিতি লাভ করে গৌরী পাল বাড়ির দুর্গাপুজো নামে। পরবর্তী সময়ে এই পুজো আকার নেয় সর্বজনীন দুর্গোৎসবে। দেবীর মাহাত্ম্য গুনে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা পুজোর দিনগুলিতে ছুটে আসেন এখানকার মণ্ডপে। বাংলাদেশ থেকেও ভক্তরা আসেন গৌরী পাল বাড়ির পুজো মণ্ডপে।
গৌরী পাল বাড়ির দুর্গোৎসবে দেবী দুর্গাকে ভোগ নিবেদনে রয়েছে বিশেষ রীতি। এই দুর্গাপুজো কমিটির সম্পাদক সমর ঘোষ জানিয়েছেন, আগে আত্রেয়ী নদীতে প্রচুর রাইখোর মাছ পাওয়া যেত, কিন্তু কয়েক বছর ধরে রাইখোর মাছ সেই ভাবে পাওয়া যায় না। আমরা আড়তদারদের আগে থেকে বলে রাখি মায়ের ভোগের জন্য রাইখোর মাছের জোগান দেওয়ার জন্য। এবছর রাইখোর মাছের জোগান নিয়ে আমরা চিন্তিত।