Hawker Eviction: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ঘুম ভাঙল পুলিশের, নিউটাউনে ১১ টি দোকান সরাতে বিশেষ অভিযান | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ঘুম ভাঙল পুলিশের। বেহালা, নিউটাউন, আলিপুর, সিউড়ি, আলিপুরদুয়ার-ফুটপাথ-দখলমুক্ত করতে নামল বুলডোজার

অভিনয় জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত হুগলিতে। এবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। আর প্রথমদিনই সংসদে রাজনীতির শিক্ষক পেয়ে গেলেন তিনি। আর কেউ নন, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রচনাকে সংসদের খুঁটিনাটি শেখানোর দায়িত্ব নিলেন। এর আগে, তৃণমূল মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো তারকা অভিনেত্রীদের সাংসদ করলেও, রচনা তাঁদের থেকে আলাদা বলে দাবি সুদীপের। (Rachna Banerjee)

বুধবার সংসদের বাইরে এবিপি আনন্দের মুখোমুখি হন সুদীপ এবং রচনা। সেখানে রচনা সংসদে সুদীপের ভাষণের ভূয়সী প্রসংসা করেন। তিনি বলেন, "দাদা আমাদের পথপ্রদর্শক। দাদার ভাষণ আজ সকলের মন জয় করে নিয়েছে। একদম টু দি পয়েন্ট। খুব ইনোভেটিভ। আমরা খুব খুশি। উনি সিনিয়র নেতা, এটাই প্রত্যাশিত ছিল।" (Sudip Banerjee)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram