Bouma Shasthi: শ্বশুর ও বৌমাদের নিয়ে বৌমাষষ্ঠীর আয়োজন বস্ত্র বিপণন সংস্থা শ্রীনিকেতনের | ABP Ananda LIVE

Continues below advertisement

অনেক তো হল জামাই ষষ্ঠী এবার হোক বৌমাষষ্ঠী। শ্বশুর এবং বৌমাদের নিয়ে অভিনব আয়োজন করল নামী বস্ত্র বিপণন সংস্থা শ্রীনিকেতন। 

জামাই যদি ছেলে হয় বৌমা তবে মেয়ে নয় কেন? জামাইষষ্ঠী যদি হতে পারে তবে বৌমাষষ্ঠীই বা বাদ যাবে কেন? এই কথা মাথায় রেখেই বৌমা এবং শ্বশুরদের নিয়ে অভিনব আয়োজন করল নামী বস্ত্র বিপণন সংস্থা শ্রীনিকেতন। রবিবার, ছুটির দিন, উত্তর ২৪ পরগনার মুড়াগাছায় আয়োজন করা হয় বৌমাষষ্ঠীর। 

তবে এই প্রথম নয়, গত ১৩ বছর ধরেই বৌমাষষ্ঠী পালন করছে এই সংস্থা। সংস্থা সূত্রে খবর, প্রায় কয়েকশো আবেদনপত্র থেকে এবার ৫০ জন শ্বশুর-বৌমার জুটিকে বেছে নেওয়া হয়েছিল। আয়োজন করা হয়েছিল বিভিন্ন আকর্ষণীয় খেলার। ১২ তারিখ জামাইষষ্ঠী। তার আগে, রবিবার বৌমাষষ্ঠী পালন করল শ্রীনিকেতন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram