SSC: উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে সোমবারের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে: হাইকোর্ট।Bangla News
এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে ফের সিবিআই-এর কাছে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। দুপুর ৩টের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন শান্তিপ্রসাদ সিন্হা। 'শান্তিপ্রসাদ সিন্হাকে চাইলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। উপদেষ্টা কমিটির সদস্য অলক কুমার সরকারকে ফের জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন। সিবিআই মনে করলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। দুর্নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছি। অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে সিবিআই-কে। খুঁজে বার করতে হবে আর্থিক দুর্নীতি। উপদেষ্টা কমিটির বাকি ৪ সদস্যকে সোমবারের মধ্যে সম্পত্তির হিসাব পেশ করতে হবে। চাইলে ৯৮ জন বিতর্কিত প্রার্থীকে ছোট দলে ভাগ করে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। তলবের জন্য রাজ্য পুলিশ এবং সিআরপিএফ-এর সাহায্য নিতে পারে সিবিআই। তলবের প্রক্রিয়া আজ থেকেই শুরু করতে হবে। এই প্রার্থীরা যে জেলায় থাকেন, তার এসপি-রা এদের খুঁজতে সাহায্য করবেন। যাঁরা তলবে আসবেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কমপক্ষে ৫ জনকে আজই নোটিস পাঠাতে হবে'। নির্দেশ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের।