SSC : নবম-দশম শিক্ষক নিয়োগে 'দুর্নীতি', কালই CBI-কে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের।Bangla News

Continues below advertisement

নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ সিবিআইকে। আজই এফআইআর দায়ের করে কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ। শান্তিপ্রসাদ সিন্হা ও বাকি সদস্যদের ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের আওতায় আনতে বাধা নেই সিবিআইয়ের। মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনও মিটিং হয়েছিল কিনা তা তদন্ত সাপেক্ষ। মন্ত্রী বৈঠক সম্পর্কে জানতেন কিনা সিবিআই তা খতিয়ে দেখতে পারে। শান্তিপ্রসাদ সিন্হার ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া আদালতের। শান্তিপ্রসাদ বারবার বলেছেন উপদেষ্টা কমিটির কোনও মিটিং হয়নি। তিনি নির্লজ্জের মত মিথ্যে বলেছেন। উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে শান্তিপ্রসাদের বক্তব্য মিলছে না। দেখা যাচ্ছে কমিটির অন্তত দুটি মিটিং হয়েছিল, তার বেশিও হতে পারে। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যকে তদন্ত করার সুযোগ দেওয়া হোক। মিটিং হলে মন্ত্রীর আপ্তসহায়কের ঘরে হয়ে থাকতে পারে। মন্ত্রী এবিষয়ে কিছু জানতেন না। আবেদন সরকারি আইনজীবীর কমিশনকে তদন্ত করার সুযোগ দেওয়া হোক, আবেদন কমিশনের আইনজীবীর। পেটে খিদে থাকলে পকেটে টাকা না থাকলে কেমন লাগে জানেন?মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram