SSC Case:যাঁদের শিক্ষায় শিক্ষিত,সেই শিক্ষকরাই আজ আক্রান্ত,কসবা DIঅফিসে গেট টপকে ঢুকতেই মারমুখী পুলিশ
ABP Ananda Live: সোমবার নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী। মাত্র দুদিন পর, চাকরি ফেরত চেয়ে আন্দোলন করায়, সেই চাকরিহারাদের ওপরই বেধড়ক লাঠিচার্জ করল পুলিশ। সোমবার নেতাজি ইন্ডোরের সভায়, মুখ্য়মন্ত্রীর সামনে চাকরি হারানোর যন্ত্রণা তুলে ধরতে গিয়ে, ধৃতীশ মণ্ডল বলেছিলেন, "চাকরিটা না থাকলে আমার জীবনটা কী হবে, আমি ভাবতেই পারছি না।" বুধবার কসবায় সেই ধৃতীশের পিঠে পড়ল পুলিশের লাঠির ঘা। বুধবার পুলিশের লাঠির ঘা খেয়ে ক্ষুব্ধ ধৃতীশ বললেন, "আজ আমার লেগেছে। এই শক্তিকে আমি ধারণ করছি। এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করব"। সোমবার নেতাজি ইন্ডোরের সভায়, মুখ্য়মন্ত্রীর সামনে ন্য়ায়বিচারের দাবি তুলেছিলেন, চাকরিহারা মেহবুব মণ্ডল। আজ সতীর্থদের পিঠে পুলিশের লাঠির ঘা পড়তে দেখে, সেই মেহবুবই গর্জে উঠে বললেন, "মেরে ফেললেও সহযোদ্ধাদের ছেড়ে যাব না।" মুখ্য়মন্ত্রী ইন্ডোরে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, আর পুলিশ আউটডোরে লাঠি চালাচ্ছে, কোনটা মুখ আর কোনটা মুখোশ? প্রশ্ন তুলছে বিরোধীরা।
রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযান, পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, ' গুলি চালিয়ে দিন আমাদের..' !
চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার..।বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা..।
গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।